ময়মনসিংহ মেডিকেলের কোভিড ইউনিটে চারজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে, যাদের একজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল, বাকিদের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2022, 05:05 AM
Updated : 12 Jan 2022, 05:05 AM

কোভিড ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বুধবার সকালে সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে ওই চারজনের মৃত্যু হয়েছে।

উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- জেলার সদর উপজেলার বাসিন্দা জয়গুন (৮০) ও হিমু (২৯) এবং হালুয়াঘাট উপজেলার হরমুজ আলী (৬০)। আর সদর উপজেলার অরুণা পালের (৯০) নমুনা পরীক্ষায় কোভিড ধরা পড়েছিল।  

ডা. মহিউদ্দিন বলেন, এ হাসপাতালের কোভিড ইউনিটের মোট ৪২ জন রোগী এখন চিকিৎসাধীন, তাদের দুইজন আছেন আইসিইউতে। পাঁচজনের নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ এসেছে, বাকিদের মধ্যে উপসর্গ রয়েছে।

২৪ ঘণ্টায় এ ইউনিটে নতুন ভর্তি হয়েছেন সাতজন; আর আগে ভর্তি রোগীদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

ময়মনসিংহের সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন কোভিড পজিটিভ এসেছে।