‘কারা মহাপরিদর্শকের বহরের গাড়ির ধাক্কায়’ জামালপুরে আওয়ামী লীগ নেতা নিহত

‘কারা মহাপরিদর্শকের বহরের গাড়ির ধাক্কায়’ জামালপুরে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2022, 02:07 PM
Updated : 10 Jan 2022, 05:16 PM

নিহত সৈয়দ গোলাম সরওয়ার আঁকা (৪০) জামালপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। জামালপুর শহরের হাটচন্দ্রা মিয়াবাড়ির সৈয়দ গোলাম মোস্তফা সানার ছেলে তিনি।  

সোমবার বিকালে শহরের বাইপাস রোডে তিনি এই দুর্ঘটনায় পড়েন জামালপুর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান।

ওসি প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক বিকালে জামালপুর জেলা কারাগারের উন্নয়নকাজ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডিআইজি প্রিজনসহ আরও কয়েকজন পদস্থ কর্মকর্তা।

“তারা বিকালে ঢাকা ফেরার পথে তাদের বহরের একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন  আওয়ামী লীগ নেতা আঁকা। স্থানীয়রা তাকে জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ বিষয়ে জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ বলেন, কারা মহাপরিদর্শকের গাড়ি বহর ওই সড়কে গেছে কি না তা তিনি জানেন না।

“তবে ডিআইজি প্রিজন জাহাঙ্গীর কবির গাড়ি নিয়ে ফিরেছেন শহরের পুরাতন ব্রহ্মপুত্র নদের পাশে বাইপাস রোড দিয়ে ময়মনসিংহ রোড হয়ে।”

আঁকার মৃত্যুতে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. মোজাফ্ফর হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

এ ব্যাপারে জানতে কারা মহাপরিদর্শক, অতিরিক্ত কারা মহাপরিদর্শক ও উপ কারা মহাপরিদর্শককে ফোন করলে ধরেননি। কারা মহাপরিদর্শককে ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।