চাঁদপুরে নির্বাচনী কার্যালয় ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ ২ প্রার্থীর

চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী ইউনিয়নে নির্বাচনী কার্যালয় ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন দুই প্রার্থী।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2022, 04:44 PM
Updated : 1 Jan 2022, 04:44 PM

নৌকার প্রার্থী আতিকুর রহমানের অভিযোগ শুক্রবার রাতে তার কার্যালয় ভেঙেছে স্বতন্ত্র ঘোড়া প্রতীকের লোকজন।

অন্যদিকে ঘোড়া প্রতীকের প্রার্থী মাকসুদ খানের অভিযোগ, শনিবার দুপুরে নৌকার লোকজন তার কার্যালয় ভাংচুর করেছে।

আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাকসুদ খান বলেন, শনিবার দুপুরে নৌকার প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে তার সাতটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে।

তিনি বলেন, “দুপুরে নৌকার প্রার্থী আতিকুর রহমান তার দলীয় লোকজন নিয়ে হামলা চালান। তারা ইউনিয়নের ডেলের বাজার, নয়ানী মোড়, বাংলা বাজার, ভিঙ্গুলিয়া, গাজীর বাজারসহ সাতটি ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় ভাঙচুরসহ ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগ অস্বীকার করে নির্বাচনী কার্যালয় ভাঙচুরের পাল্টা অভিযোগ করেছেন নৌকার প্রার্থী আতিকুর রহমান।

তিনি বলেন, “শুক্রবার রাতে মাকসুদ খানের সমর্থকরা হামলা চালিয়ে ডেলের বাজার এলাকায় আমার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে। এ ঘটনায় স্থানীয় মানুষ বিক্ষোভ মিছিল করেছে।

“আমি বা আমার লোকজন কারও নির্বাচনী কার্যালয়ে হামলা বা ভাঙচুরে জড়িত নই।”

এ ব্যাপারে হাইমচর থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানান তিনি।

আগামী ৫ জানুয়ারি এই ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।