ভোমরা বন্দরে মাদকভরতি ট্রাকসহ ২ ভারতীয় আটক

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে মাদকভরতি একটি ট্রাকসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2021, 06:00 PM
Updated : 29 Dec 2021, 06:00 PM

বুধবার সন্ধ্যায় সীমান্ত পিলার-৩ থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি এই অভযান চালায়।  

আটকরা হলেন কলকাতার কাশিপুর থানার কাশিপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. আবুল হাসান (৪৪) এবং উত্তর চব্বিশ পরগনার বশিরহাট থানার পানিতর গ্রামের মো. আকবর মিস্ত্রীর ছেলে মো. আলাউদ্দিন মিস্ত্রি (৩৪)।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, ৩৩ বিজিবির অধীন ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি টহলদল সন্ধ্যা ৭টার দিকে সীমান্ত পিলার-৩ থেকে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা স্থলবন্দর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

“অভিযান পরিচালনাকালে তল্লাশি করে বিশ লাখ টাকা মূল্যের ১০০ এমএল ভারতে উৎপাদিত মাদকদ্রব্য ‘লিস্যারজিক ডাইথ্যলামাইড’ এবং ৫০ লাখ টাকা মূল্যের একটি ভারতীয় টাটা ট্রাক আটক করা হয়।”

একই সময় আবুল হাসান ও আলাউদ্দিন মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়।

আটক দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ মাদকদ্রব্য এবং ট্রাকসহ সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।