লঞ্চ অগ্নিকাণ্ডে কর্তৃপক্ষের গাফিলতি থাকলে ব্যবস্থা: শাজাহান খান
ঝালকাঠি প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2021 04:59 PM BdST Updated: 25 Dec 2021 04:59 PM BdST
ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় লঞ্চ কর্তৃপক্ষের গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।
শনিবার সকালে ঝালকাঠি লঞ্চঘাটে পুড়ে যাওয়া অভিযান-১০ লঞ্চটি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শাজাহান খান বলেন, “ইঞ্জিন রুমের ক্রুটি থেকে এ দুর্ঘটনার কারণ। তবে এখনও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে লঞ্চ কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে সাবেক এ নৌমন্ত্রী লঞ্চের ইঞ্জিল রুমসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
ঢাকা থেকে বরগুনার বেতাগী রওনা হওয়া লঞ্চটি বৃহস্পতিবার ভোররাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় আগুন লাগে। এতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে।
যতদূর জানা গেছে, ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল। লঞ্চের ইঞ্জিনে ত্রুটি, তাতে গা না করা, অগ্নিনির্বাপক সরঞ্জাম ব্যবহার না করা, নানা অভিযোগ উঠছে। এ ঘটনায় শনিবার থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
দেশে লঞ্চে অগ্নিকাণ্ডের বিরল এই ঘটনার তদন্তে শুক্রবার কমিটি করে নৌপরিবহন মন্ত্রণালয়। এতে আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বন্দর) মো. তোফায়েল ইসলামকে।
দুপুরে তোফায়েল আহমেদ পোড়া লঞ্চটি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন।
আগামী তিন কর্মদিবসের মধ্যে লঞ্চে অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে প্রতিবেদন জমা দিতে হবে জানালেও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
তবে এ ঘটনায় লঞ্চ কর্তৃপক্ষের গাফিতলি তদন্ত করে দেখা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, “লঞ্চের চালকসহ কর্মচারীদের এখনও সন্ধান পাওয়া যায়নি। লঞ্চের মালিকেরও মোবাইল নম্বর বন্ধ বয়েছে।”
এদিকে অগ্নিকাণ্ডের একদিন পরও ঘটনাস্থলে নিখোঁজ স্বজনের আহাজারি করতে দেখা গেছে । অনেকে পোড়া লঞ্চে খুঁজে ফিরছে প্রিয় মানুষটির হদিস মেলার আসায়।
-
পাবনায় হত্যার দায়ে এক নারীর যাবজ্জীবন
-
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের অজগরটি আবারও ডিম দিয়েছে
-
ইমরানের বিদ্রোহ: ‘পাত্তা দিচ্ছেন না’ রিফাত
-
ফরিদপুরে কভার্ড ভ্যান দুর্ঘটনায় সার্জেন্ট নিহত
-
মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
-
আখাউড়া বন্দরে সার্ভার অকেজো, খাতায় লেখা হচ্ছে তথ্য
-
লক্ষ্মীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর যাবজ্জীবন
-
মেহেদির রং না মুছতেই দম্পতির ‘আত্মহত্যা’, পুলিশের সন্দেহ
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- ধ্বংস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- ঢাকায় গড়া ৭৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- ‘মুজিব’ চলচ্চিত্রের বাজেট ৮৩ কোটি টাকা: বিএফডিসি