ইউপি নির্বাচন: জয়পুরহাটে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর প্রতিষ্ঠানে আগুন

জয়পুরহাটের ভাদসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। 

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2021, 05:15 PM
Updated : 24 Dec 2021, 05:15 PM

বৃহস্পতিবার রাতে ভাদসা ইউনিয়নের দুর্গাদহ বাজারে নৌকা মার্কার কর্মী-সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী হায়দার আলীর কর্মী সুনীল কুমারের ব্যবসা প্রতিষ্ঠানে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করা হয়।

এর প্রতিবাদে শুক্রবার দুপুরে ওই বাজারে মানববন্ধন করেছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা।

স্বতন্ত্র প্রার্থী হায়দার আলী অভিযোগ করেন, গতবারের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জন্য কাজ করেছিলেন মুক্তিযোদ্ধা সুনীল কুমার। এবার তার [হায়দার আলী] পক্ষে কাজ করছেন।

“এতে প্রতিহিংসা পরায়ণ হয়ে নৌকা মার্কার কর্মী-সমর্থকরা তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেন।”

বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার অভিযোগ করেন, নৌকার কর্মী-সর্মথকরা তার ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে। এতে তার ৪০০ মন পাটসহ গুদাম ঘর, প্রায় দেড় লাখ টাকার ফলমূলসহ ফলের গুদাম ও চারটি ঘর পুড়ে গেছে।

তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি এ ঘটনায় মামলা করবেন বলে জানান।

এ ব্যাপারে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী সরোয়ার হোসেন স্বাধীন অভিযোগ অস্বীকার করেছেন।

তবে বার বার ফোন করলেও ফোন ধরেননি জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান।

স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ব্যাবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করার প্রতিবাদে শুক্রবার বেলা ১২টায় ওই বাজারে মানববন্ধন করেছে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা।