বকেয়া পরিশোধের দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া পরিশোধ ও রাষ্ট্রায়ত্ত ২৫ পাটকল চালু করাসহ বিভিন্ন দাবিতে খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2021, 01:08 PM
Updated : 23 Dec 2021, 01:08 PM

শহরের নতুন রাস্তা মোড়ে বৃহস্পতিবার সকাল ১০টায় এই কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচির আয়োজন করে খালিশপুর-দৌলতপুর জুটমিল শ্রমিক কমিটি।

কর্মসূচিতে যোগ দেন পাটকল রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের সদস্যসচিব এসএ রশীদ।

রশীদ বলেন, “করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ সালের ৩০ জুন থেকে খুলনা, চট্টগ্রাম ও সিরাজগঞ্জের পাঁচটি পাটকলে উৎপাদন বন্ধ আছে। ফলে ১৭ মাস মজুরি না পাওয়ায় শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন।”

বিক্ষোভ সমাবেশ চলার সময় খুলনা-যশোর মহাসড়কের ওই এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

গণসংহতি আন্দোলন খুলনার সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, দৌলতপুর জুট মিল কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন, যশোর-খুলনা আঞ্চলিক বদলি কমিটির আহ্বায়ক ইলিয়াস হোসেন, খুলনা শহর ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আল আমিন শেখ সমাবেশে বক্তব্য দেন।

তারা বলেন, বকেয়া পরিশোধ ও ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল অবিলম্বের চালু না করলে কঠোর আন্দোলনে যাবেন তারা।