কিশোরগঞ্জে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলার শিকার ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলায় আহত ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2021, 02:10 PM
Updated : 11 Dec 2021, 02:10 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকালে রাহাত কবির আলম (২৩) নামে এই ভাই মারা যান বলে কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা জানান।

রাহাত কবির জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের ভাটি জগৎচর এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জে একটি বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র ছিলেন তিনি।

নিহত রাহাতের বোন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে পাশের গ্রামে ওয়াজ মাহফিলে যান। ফেরার পথে লক্ষ্মীপুর পূর্বপাড়া গ্রামের কাছে স্থানীয় কয়েকজন তাকে উত্ত্যক্ত করেন।

“রাহাত এর প্রতিবাদ করলে তারা হামলা চালিয়ে মারধর করে। তারা তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। তাকে প্রথমে বাজিতপুরে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।”

মৃত্যুর পর নিহত রাহাতের ভগ্নিপতি থানায় মামলা করেন।

কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, মামলায় লক্ষ্মীপুর পূর্বপাড়া এলাকার রকি ও শাওনসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।