ভোলায় জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে ১২ জেলে নিখোঁজ

ভোলায় বঙ্গোপসাগরের মেঘনা মোহনায় জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে ১২ জেলে নিখোঁজ হয়েছেন।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2021, 01:12 PM
Updated : 6 Dec 2021, 01:12 PM

জেলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম‌্যান মো. আল এমরান প্রিন্স জানান, সোমবার ভোরের দিকে ঢালচর ইউনিয়নের দক্ষিণে তারা নিখোঁজ হন।

নিখোঁজ জেলেরা সদর উপজেলার ইলিশ ইউনিয়ন ও চরফ‌্যাশন উপজেলার আব্দুল্লাহপুর, নুরাবাদ ও আহম্মেদপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানালেও তাদের নাম-পরিচয় বলতে পারেননি চেয়ারম‌্যান।

ট্রলারে ২১ জন জেলে ছিলেন জানিয়ে চেয়ারম্যান বলেন, রোববার বিকেলে ওই জেলেরা তার ইউনিয়নের উত্তর শিবা গ্রাম থেকে মাছ ধরার জন্য রওনা হন। সোমবার ভোরের দিকে একটি জাহাজ ধাক্কা দিলে ট্রলার ডুবে যায়। পরে নয় জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ১২ জনকে খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজদের সন্ধ‌ানে পুলিশ, কোস্টগার্ড ও নৌপুলিশ কাজ করছে বলে জানিয়েছেন চরফ‌্যাশনের ইউএনও মো. আল নোমান।

তবে জাহাজ ও দুর্ঘটনার কারণ সম্পর্কে তারা কোনো তথ্য দিতে পারেননি।