ভোলায় ‘জমির বিরোধে’ একজনকে পিটিয়ে হত্যা

ভোলায় ‘জমির বিরোধে’ একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2021, 04:54 PM
Updated : 30 Nov 2021, 04:54 PM

মঙ্গলবার বিকালে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মো. রুহুল আমিন (৪৫) দাইয়া গ্রামের মো. মকবুল সরকারের ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জরিনা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রুহুল আমিনের সঙ্গে প্রতিবেশী মো. কাশেমের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে মীমাংসা হলেও কোনো সমাধান হয়নি।

মঙ্গলবার দুপুরে রুহুল আমিন তার জমিতে কর্মরত দিনমজুরদের জন্য দুপুরেরর খাবার নিয়ে যাচ্ছিলেন। ওই সময় কয়েকজন নারী ও পুরুষ তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর করেন।

এতে রুহুল আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ শেখ বলেন, এ ঘটনায় জরিনা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। বাকিদের আটককের চেষ্টা চলছে। এ বিষয়ে ভোলা মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।