লক্ষ্মীপুরে ভোট কেন্দ্রের কাছ থেকে ছাত্রলীগ নেতা অস্ত্রসহ আটক

লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাদুর ইউনিয়নে নির্বাচনের আগের রাতে ভোট কেন্দ্রের পাশে একটি বাসা থেকে পৌর ছাত্রলীগের এক নেতাসহ ৩১ জনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2021, 07:34 AM
Updated : 28 Nov 2021, 08:51 AM

মধ্য ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশের একটি বাড়ি থেকে শনিবার গভীর রাতে তাদের আটক করা হয় বলে লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) এএইচএম কামরুজ্জামান জানান।

আটক শাহ আলম সিদ্দিকী জীবন রামগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ভাদুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীসহ ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুলিশ যে বাড়িতে অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করেছে সেটি, আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. জাবেদের অনুসারীর।

রোববার সকালে ভোট শুরুর আগেই আটকরা ভাদুর ভোটকেন্দ্রে অস্ত্রসহ অবস্থান নেওয়ার পরিকল্পনা করছিল বলে তাদের অভিযোগ।

পুলিশ সুপার বলেন, তারা গোপনে খবর পেয়ে মধ্য ভাদুর গ্রামের হাজী মিন্টু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শাহ আলমসহ ৩১ জনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় কিছু অস্ত্র উদ্ধার করা হয়।

‘নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য’ তারা সেখানে জড়ো হয়েছিল বলে এ পুলিশ কর্মকর্তার ভাষ্য।

লক্ষ্মীপুর পৌরসভা ও রায়পুর এবং রামগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়নে রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে।