কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ পরীক্ষা ২৭ নভেম্বর

২০২০-২০২১ শিক্ষাবর্ষে দেশের সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ভর্তির অভিন্ন প্রশ্নে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা হবে ২৭ নভেম্বর।  

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2021, 12:54 PM
Updated : 25 Nov 2021, 12:54 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. গিয়াসউদ্দীন মিয়া একথা জানান।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে দেশের সাতটি কৃষি/কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৭ নভেম্বর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অভিন্ন প্রশ্নে এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা সাতটি বিশ্ববিদ্যালয়ে একযোগে হবে।

গুচ্ছে তালিকাভুক্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসব কেন্দ্রে ইতোমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে গিয়াসউদ্দীন মিয়া জানান।