ইউপি নির্বাচন: জয়পুরহাটে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলার অভিযোগ

জয়পুরহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2021, 11:44 AM
Updated : 25 Nov 2021, 11:44 AM

বুধবার রাতে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে এ হামলা হয় বলে আনারস মার্কার প্রার্থী মনোয়ার হোসেনের অভিযোগ।

এই ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

মনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, “কয়েক দিন আগে আওয়ামী লীগ প্রার্থী তার কর্মীদের নিয়ে তাদের (আওয়ামী লীগ প্রার্থী) নিজের নির্বাচনী অফিস, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে আমাদের ৩৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই সাজানো মামলায় আমার নেতাকর্মীরা জামিনও পেয়েছেন।”

মনোয়ার হোসেন অভিযোগ করেন, “এরপর বুধবার রাতে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আমার অফিসে হামলা চালিয়ে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করেন।“

এই সময় মনোয়ার হোসেনের কর্মীরা সমবেত হয়ে প্রতিরোধ করলে ‘আওয়ামী লীগ’ প্রার্থীর কর্মীরা পালিয়ে যায় বলে তিনি জানান।

কালাই থানার ওসি সেলিম মালিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পুলিশ মারুফ ও কাজল নামের দুই যুবককে আটক করেছে। তাদের বাড়ি মাত্রাই ইউনিয়নে।

তবে আওয়ামী লীগ প্রার্থী শওকত হাবিব তালুকদার লজিক তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন।