সাগরে ট্রলারে ডাকাতের হামলা, জেলে নিহত

সুন্দবন সংলগ্ন এলাকায় বঙ্গোসাগরে মাছধরা ট্রলারে ডাকাতের হামলায় এক জেলে নিহত হয়েছে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2021, 06:50 PM
Updated : 16 Nov 2021, 06:50 PM

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মান্দারবাড়িয়া নামে এলাকা সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে বলে ট্রলার মালিক সমিতির নেতারা জানিয়েছেন।

এফবি বাবুল নামে ট্রলারটি বরগুনার পাথরঘাটার। নিহত জেলে মুসা (৩০) পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের হারুন মিয়ার ছেলে। 

খবর পেয়ে ট্রলারটি উদ্ধারে সুন্দরবনের অস্থায়ী ক্যাম্প থেকে কোস্টগার্ডের টহল দল ঘটনাস্থলে রওনা হয়েছে বলে বাহিনীর মোংলা জোনের অপারেশন কমান্ডার লুৎফুর রহমান জানিয়েছেন।

এফবি বাবুল ট্রলারের মালিক বাবুল ফকিরের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মাছ শিকার করে উপকূলে ফেরার পথে আক্রান্ত হয় এফবি বাবুল।

“একটি ট্রলারে করে ২৫ থেকে ৩০ জন ডাকাত একযোগে এফবি বাবুল ট্রলারে হামলা করে। ট্রলারে থাকা সকল মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ট্রলার মালিকের ভাইয়ের ছেলে মুসা বাধা দিলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।”

ভারতীয় জলসীমা থেকে ওই ডাকাত দল এসেছিল বলে এফবি বাবুলের মালিকের বরাতে জানান মোস্তফা।