কসবায় ইঞ্জিন বিকল, চট্টগ্রামের পথে ট্রেন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2021, 03:36 PM
Updated : 28 Oct 2021, 03:53 PM

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল ইসলাম জানান।  

তিনি সাংবাদিকদের বলেন, “চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন কসবা রেলওয়ে স্টেশনে আসার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।”

বিকল হওয়া ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নেওয়ার জন্য আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে; উদ্ধারকারী ট্রেন এসে বিকল ইঞ্জিন সরানোর পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে তিনি জানান।

মাজহারুল ইসলাম জানান, এ ঘটনার পর চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী মহানগর গোধুলী মন্দবাগ রেলওয়ে স্টেশনে, ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পডছে।