জয়পুরহাটে দুই মামলায় একজনের ৪০ বছরের সাজা

জয়পুরহাটে কিশোরীকে অপহরণসহ দুই মামলার রায়ে একজনকে ৪০ বছরের সাজা দিয়েছে আদালত।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2021, 11:05 AM
Updated : 26 Oct 2021, 11:05 AM

জয়পুরহাটের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ রুস্তম আলী মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত মাফিজুল ইসলাম (৩২) জেলার ক্ষেতলাল উপজেলার তিলাবুদুল-মুন্সিপাড় গ্রামের আওলাদ হোসেনের ছেলে।

তাছাড়া আদালত তাকে দেড় লাখ টাকা জরিমানা এবং জরিমানা না দিলে আরও দেড় বছরের কারাদণ্ডের রায় দিয়েছে।

আদালতের বিশেষ পিপি ফিরোজা চৌধূরী মামলার নথির বরাতে জানান, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল। পথে মাফিজুল তাকে কৌশলে অটোরিকশায় তুলে সদর উপজেলার করিমনগর এলাকায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটি চিৎকার করলে মাফিজুল পালিয়ে যান। পরে সদর থানায় দুটি মামলা করেন মেয়ের বাবা।

পিপি বলেন, “দুই মামলায় আদালত মাফিজুলকে মোট ৪০ বছরের সাজা দিয়েছে। তাছাড়া দেড় লাখ টাকা জরিমানা না দিলে তাকে আরও দেড় বছর কারাগারে থাকতে হবে।”

আসামিপক্ষ এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছেন তার আইনজীবী হারুন অর রশিদ।