ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত

কুড়িগ্রামের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর প্রাণ গেছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2021, 08:57 AM
Updated : 25 Oct 2021, 08:57 AM

সোমবার সকাল ৭টার দিকে উলিপুর-রাজারহাট সড়কের মহেশের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান।

নিহত তানজিদ ইসলাম (১৬) উলিপুর পৌরসভার নিজাইখামার গ্রামের মো. বক্তার আলীর ছেলে এবং উপজেলার বাকরেরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু স্থানীয়দের বরাতে জানান, সোমবার সকাল ৭টার দিকে স্কুলের এই শিক্ষার্থী বাইসাইকেলে করে রাস্তা পার হচ্ছিল।পথে পেছন থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের ধাক্কায় সে ছিটকে পড়ে। এরপর ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে তার মাথা থেতলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় তানজিদের কানে হেডফোন ছিল এবং সে এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছিল। আর অপর হাতে সে সাইকেল চালানো অবস্থায় খাবার খাচ্ছিল। এ দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে।

ওসি বলেন, দুর্ঘটনার পরপর খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার এবং ট্রাকসহ চালককে আটক করে। তবে ট্রাকে থাকা অপর আরেকজন ব্যক্তি এ সময় পালিয়ে গেছে।