ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, পলিটেকনিক শিক্ষক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী এক পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষক প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় তার স্ত্রী ও ছেলে আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2021, 05:15 PM
Updated : 21 Oct 2021, 05:15 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তিনলাখপীর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুল ওয়াহিদ (৩৫) জেলার নবীনগর উপজেলার শিবপুর এলাকার ওয়াদুদ ভূইয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি শাহজালাল আলম জানান, স্ত্রী মাহমুদা আক্তার (২৫) ও ছেলে ওয়ারিছ মো. ওয়াফিসহ (৪) তিনি সিএনজি চালিত অটোরিকশায় করে জেলা সদর থেকে কসবায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।

“পথে তিনলাখপীর এলাকায় অটোরিকশাটির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ওয়াহিদ মারা যান।”

তার স্ত্রী মাহমুদা ও ছেলে ওয়াফিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।