মেঘনায় ট্রলারডু‌বি: শিশু নিহত, বাবা-দাদি নি‌খোঁজ

ভোলার চরফ‌্যাশনে মেঘনা নদীতে যাত্রীবা‌হী ট্রলার ডুবে এক শিশু নিহত হয়েছে; তার তার বাবা ও দা‌দি নি‌খোঁজ র‌য়ে‌ছেন।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2021, 04:13 PM
Updated : 17 Oct 2021, 04:13 PM

চরফ‌্যাশন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. আল নোমান জানান, রোববার দুপুরে চরফ‌্যাশন উপ‌জেলার চর কুক‌রি-মুক‌রি ইউ‌নিয়‌নের চর পা‌তিলা এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহত জোনা‌য়েত হো‌সেন (২) চরফ‌্যাশন উপ‌জেলার দুলারহাট থানার মু‌জিবনগর ইউ‌নিয়‌নের মো. স্বপনের ছেলে। 

নিখোঁজরা হলেন জোনা‌য়েত হো‌সেনের বাবা মো. স্বপন (২৬) ও দা‌দি বিল‌কিস বেগম (৫০)।

চর কুক‌রি-মুক‌রি ইউনিয়ন প‌রিষ‌দ চেয়ারম‌্যান মো. হা‌সেম মহাজন জানান, দুপু‌রের দি‌কে ওই ট্রলার‌টি চর পাতিলা থে‌কে নয় জন যাত্রী নি‌য়ে মু‌জিবনগর ইউনিয়‌নের উদ্দে‌শ্যে রওনা হয়। ট্রলার‌টি ছে‌ড়ে আসার কিছুক্ষণ পর হঠাৎ ঝ‌ড়ের কব‌লে পড়ে ডু‌বে যায়।

“প‌রে খবর পে‌য়ে আমিসহ কোস্ট গার্ড, পু‌লিশ সদস‌্য ও স্থানীয়‌রা রো‌জিনা, জোবা‌য়েরসহ সাত যাত্রী‌কে জী‌বিত উদ্ধার ক‌রে‌ছি। জোনা‌য়েত না‌মে এক শিশুর লাশ উদ্ধার করেছি। তার বাবা ও দা‌দি নি‌খোঁজ র‌য়ে‌ছেন।” 

ইউএনও আল নোমান জানান, নি‌খোঁজ‌দের সন্ধ‌া‌নে সেখা‌নে উদ্ধার অভিযা‌নে পু‌লিশ, কোস্ট গার্ড, জনপ্রতি‌নি‌ধি ও স্থানীয়রা কাজ কর‌ছেন। এখন পর্যন্ত নি‌খোঁজ‌দের সন্ধান পাওয়া যায়‌নি। জী‌বিত উদ্ধার ক‌য়েকজন চরফ‌্যাশন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চি‌কিৎসা‌ধীন র‌য়ে‌ছেন।