নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2021, 11:22 AM
Updated : 17 Oct 2021, 11:22 AM

নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান রোববার এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সাজা দিয়েছে।

সাজাপ্রাপ্ত মো. আজহারুল ইসলাম বিশ্বাস (৩৯) সাতক্ষীরার কলারোয়া উপজেলার দিগং বিশ্বাসপাড়া গ্রামের খোরশেদ আলী বিশ্বাসের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি আদালতে ছিলেন।

আদালতের পি এমদাদুল ইসলাম ইমদাদ মামলার নিথির বরাতে জানান, ২০১৩ সালের ৮ নভেম্বর মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় নড়াইল সদর থানার নিরালী বাহিরগ্রাম বাজারে সেতুর ওপর থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ আজহারুলকে আটক করে পুলিশ। পরে সদর থানায় এএসআই সুজন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

পিপি বলেন, মামলায় নয়জনের সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে।