কুমিল্লার জেরে রাজশাহীতে ‘সংঘর্ষ’, ৫ পুলিশ আহত

কুমিল্লার মন্দিরে কথিত ধর্ম অবমাননার জেরে রাজশাহীতে ‘ছুড়ে মারা ঢিলে পাঁচ পুলিশ সদস্য আহত’ হয়েছেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2021, 05:42 PM
Updated : 14 Oct 2021, 05:42 PM

এ ঘটনায় একজনকে পুলিশ একজনকে হেফাজতে নেয় বলে জানান রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

তিনি বলেন, “জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় দুইজনের মধ্যে কথাকাটাখাটি হয়। এ সময় ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিলে লোকজন কিছু ঢিল ছুড়ে মারে। এতে পাঁচজন পুলিশ সামন্য আহত হন। বড় কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত রয়েছে।”

ভবানীগঞ্জে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “নিরাপত্তা বাড়ানো হয়েছে পূজামণ্ডপগুলোতে।”

আহত পুলিশ সদস্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তবে এলাকাবাসী জানান, ভবানীগঞ্জ নিউ মার্কেট এলাকায় কুমিল্লার ঘটনার জেরে কথাকাটাকাটির একপর্যায়ে এক ব্যক্তিকে তার মন্তব্যের কারণে স্থানীয়রা পিটুনি দেয়। এ সময় নিউ মার্কেটের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে একটি রুমে নিয়ে গিয়ে রাখেন। খবর পয়ে পুলিশ গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। তাকে পুলিশ নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে মানুষ। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।

পরে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয় বলে বিজিবি ১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান। রাত সাড়ে ৮টার দিকে মেইলে তিনি বিজ্ঞপ্তিটি গণমাধ্যমকর্মীদের পাঠান।