মাদারীপুরে একজনকে হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

মাদারীপুরের কালকিনি উপজেলায় একজনকে হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2021, 12:59 PM
Updated : 12 Oct 2021, 12:59 PM

মাদারীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাইচন্দ্র সাহা মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার ঝাউতলা গ্রামের এমদাদ সরদারের ছেলে পারভেজ সরদার (২৬) ও কালকিনি পৌরসভার বিভাগদী এলাকার আবুবকর সিদ্দিক সরদারের ছেলে সজীব সরদার (২৫)।

তারা পলাতক রয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান সিং।

তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৯ সালের ২১ মে একই এলাকার সাঈদ সরদারের ছেলে ইমরান হোসেনকে শ্বসরোধ করে হত্যা করা হয়। ২৪ মে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় তার বাবা সাঈদ সরদার বাদী হয়ে কালকিনি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে মাদারীপুর সিআইডির এসআই পরিতোষ বালা ২০১৭ সালের ৯ অগাস্ট চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে।

রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলে জানিয়েছেন আইনজীবী সিদ্দিকুর রহমান সিং।