রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে একদিনে ৬ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় ছয়জন মারা গেছেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2021, 05:57 AM
Updated : 9 Oct 2021, 05:57 AM

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।

মৃতদের মধ্যে একজনের করোনাভাইরাসের সংক্রমণ ছিল। তার বাড়ি নাটোরে।

এ ছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহীর দুইজন, নওগাঁর দুইজন এবং নাটোরের একজন মারা গেছেন।

শামীম বলেন, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে রোগী ভর্তি হয়েছেন ১৬ জন।

একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন নয়জন। ১৯২ শয্যার কোভিড ইউনিটে শনিবার সকাল ৬টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছে ৮৮ জন।

এছাড়া শুক্রবার হাসপাতাল ল্যাবে রাজশাহীর ৯৪ জনের নমুনা পরীক্ষা ১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে জানান তিনি।