চাঁদপুরে কারেন্ট জাল জব্দ, ১০ জেলের সাজা

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনায় অভিযান চালিয়ে কারেন্ট জালসহ আটক ১০ জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2021, 09:49 AM
Updated : 7 Oct 2021, 09:49 AM

বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেলাল উদ্দিন এ দণ্ড দেন।

হেল্লাল বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার।

এর প্রেক্ষিতে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নৌ পুলিশ ও কোস্টগার্ড এ অভিযান পরিচালনা করেন।

“এ সময় নদী থেকে মাছ ধরার অপরাধে ১০ জেলেকে আটক এবং তাদের কাছ থেকে কারেন্ট জাল উদ্ধার করা হয়।”