মাদারীপুরে পুলিশকে মারধর: ছাত্রলীগ নেতার ১০ বছর কারাদণ্ড

মাদারীপুরে পুলিশ সদস্যকে মারধরের মামলায় স্থানীয় এক ছাত্রলীগ নেতাসহ চারজনের ১০ বছর ও সাত জনের তিন বছর কারাদণ্ড হয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2021, 04:01 PM
Updated : 4 Oct 2021, 04:01 PM

ঘটনার সাত বছর পর সোমবার জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা এ মামলার রায় দেন।

দশ বছর দণ্ডিতরা হলেন শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাভলু হাওলাদার, বাদশা শেখ, তন্ময় ও কামাল শেখ।

তিন বছর কারাদণ্ডপ্রাপ্ত হলেন তুষার, মাসুদ, মিজান, রেজাউল, নুর মোহাম্মদ, রাসেল ও হযরত আলী।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর কাঁঠালবাড়ি ঘাট এলাকায় বাদশা শেখের দোকানে মাদক উদ্ধার অভিযানে যায় পুলিশ। অভিযানের সময় পুলিশকে সরকারি কাজে বাধা ও মারধরের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

ওই ঘটনায় শিবচর থানার এএসআই আলমগীর হোসেন বাদী হয়ে ১৯ জনের নামে একটি মামলা দায়ের করেন।

মাদারীপুর আদালতের পিপি সিদ্দিকুর রহমান সিং বলেন, চার জনকে ১০ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং সাত জনকে তিন বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।