মাইক্রোবাস থেকে নেমে চিকিৎসককে কুপিয়ে চলে গেল হামলাকারীরা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক চিকিৎসকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2021, 03:43 PM
Updated : 30 Sept 2021, 03:45 PM

সুব্রত সাহা (৩২) নামে এই চিকিৎসককে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুব্রতের উপর বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলা পশুসম্পদ অফিসের সামনে হামলার শিকার হন।

সুব্রত বলেন, “প্রতিদিনের মতো আমি বিকালে ঘুরতে বেরিয়েছিলেন। সন্ধ্যার দিকে কাশিয়ানী বাসস্ট্যান্ড থেকে কাঁচাবাজার করে ওই সড়ক দিয়ে বাসায় ফিরছিলাম। এ সময় একটি মাইক্রোবাস থেকে ৫/৭ যুবক নেমে অতর্কিতে আমাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আবার মাইক্রোবাসে উঠে পালিয়ে যায়।”

কী কারণে হামলা হয়েছে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি এই চিকিৎসক।

কাশিয়ানী উপজেলা ১শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তাপস বিশ্বাস বলেন, সুব্রত সাহার দু’হাতে কোপ লোগেছে। এছাড়া তার ডান উরুতেও জখম।

“উরুর কোপ মারাত্মক। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এটি বন্ধ করা যায়নি। তাই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ ফিরোজ আলম বলেন, খবর শুনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে হামলার কারণ তিনিও বুঝতে পারছেন না।

এই হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ডা. তাপস।