চাঁদপুরে হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

চাঁদপুরের কচুয়া উপজেলায় একজনকে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2021, 11:38 AM
Updated : 30 Sept 2021, 11:38 AM

চাঁদপুরের জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান বৃহস্পতিবার বিকেলে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার পলাশপুর গ্রামের জীবন দেবনাথ (৪৩) ও হারাধন দেবনাথ (৩৮)।

রায় ঘোষণার সময় আসামি হারাধন উপস্থিত ছিলেন। জীবন দেবনাথ পলাতক রয়েছেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৪ সালের ৭ অগাস্ট জীবন দেবনাথ, হারাধন দেবনাথ ও তাদের পরিবারের লোকজন বাড়ির পাশের একটি চলাচলের রাস্তায় বেড়া দিতে যান। এ সময় প্রতিবেশী গৌরাঙ্গ দেবনাথ (৬০) ও তার লোকজন বাধা দিতে গেলে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে গৌরাঙ্গসহ তিনজনকে শাবল ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে গৌরাঙ্গ দেবনাথ মারা যান।

এ ঘটনায় ওই দিন রাতেই গৌরাঙ্গ দেবনাথের ছেলে দুলাল দেবনাথ কচুয়া থানায় জীবন দেবনাথ ও হারাধন দেবনাথসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন কচুয়া থানার এসআই মো. ছাদেকুর রহমান মামলাটি তদন্ত শেষে ওই বছরের ৫ নভেম্বর সবার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

আদালতের পিপি রণজিৎ রায় চৌধুরী বলেন, ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত দুই আসামি জীবন ও হারাধনকে যাবজ্জীবন দিয়েছে। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত তাদের। বাকি চার আসামির অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছে আদালত।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. শফিকুর রহমান শফিক।