নীলফামারীতে হয়ে গেল দুদিনের শিশু সাংবাদিকতার কর্মশালা

ক্ষুদে সাংবাদিকদের সনপত্র বিতরণের মধ্য দিয়ে নীলফামারীতে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুদিনের কর্মশালা শেষ হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2021, 05:53 PM
Updated : 19 Sept 2021, 05:53 PM

শনিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

কর্মশালায় মৌলিক সাংবাদিকতা, সংবাদের ধারণা, সংবাদ লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনের সংবাদ তৈরি, ভিডিও সংবাদ তৈরির বিষয়ে পাঠ দেওয়া হয়।

এছাড়াও শিশু আইন, শিশু অধিকার এবং জাতিসংঘ শিশু অধিকার সনদ সর্ম্পকেও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন

বিশেষ অতিথি ছিলেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয়, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও দৈনিক কালের কণ্ঠ নীলফামারী প্রতিনিধি ভূবন রায় নিখিল।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাংবাদিক ও হ্যালোর জেলা সমন্বয়ক বিজয় চক্রবর্তী কাজল।

প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন,“আজকে তোমরা যারা শিশু রয়েছ আগামী দিনে তোমাদেরকেই দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। এজন্য তোমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।”

প্রাতিষ্ঠানিক লেখাপাড়ার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষাগ্রহণ করতে তিনি তাদের আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান বলেন, “সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে শিশুদের মেধার বিকাশ ঘটে। তাই প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিশুকে সৃজনশীল শিক্ষার সুযোগ করে দেওয়া আমাদের প্রত্যেকেরই দায়িত্ব।”

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুক্তারুজ্জামান বলেন, শিশুদের অধিকার, সম্ভাবনা, সাফল্য এসব তুলে ধরার জন্য এ ধরনের আয়োজন শিশুদের উপযুক্ত নাগরিক ও সফল মানুষ হতে যথেষ্ঠ ভূমিকা রাখবে।

জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

কর্মশালায় জেলার ২০ জন শিশু সাংবাদিক অংশ গ্রহণ করেন। এসব শিশু সাংবাদিক ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয়, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও দৈনিক কালের কণ্ঠ নীলফামারী প্রতিনিধি ভূবন রায় নিখিল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএসএস-এর শিক্ষা প্রকল্পের সমন্বয়কারী আব্দুল কুদ্দুস সরকার।

শুক্রবার সকাল ১০টায় নীলফামারী শহরের ইউএসএস কার্যালয়ে দুদিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার এএসএম  মুক্তারুজ্জামান।