৩ শিশু জামালপুর থেকে পালিয়ে এসেছিল ঢাকায়: পুলিশ

জামালপুরে একটি আবাসিক মাদ্রাসা থেকে নিখোঁজ ৩ শিশু শিক্ষার্থীকে ঢাকার মান্ডা থেকে উদ্ধার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2021, 07:58 PM
Updated : 16 Sept 2021, 08:01 PM

নিখোঁজ হওয়ার চার দিন পর বৃহস্পতিবার মধ্যরাতে মুগদা থানার মান্ডা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জামালপুরের ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া জানিয়েছেন।

ইসলামপুর উপজেলার সভূকুড়া এলাকার দারুত তাক্বওয়া মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এই তিন শিক্ষার্থী গত রোববার থেকে নিখোঁজ ছিল। তাদের বয়স ৯ থেকে ১১ বছর।

তাদের খুঁজে না পেয়ে মাদ্রাসার মুহতামিম ‘শিক্ষার্থীরা পালিয়ে গেছে’ উল্লেখ করে থানায় জিডি করেছিল।

পুলিশ তদন্তে নেমে মাদ্রাসাটি বন্ধ করে দেয়।

বুধবার একজন অভিভাবক মানব পাচার আইনে মামলা করলে পুলিশ মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামানসহ চার শিক্ষককে গ্রেপ্তার করে।

তবে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ সুপার সুমন বলেন, “কমলাপুর রেল স্টেশনের সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। তারা তিনজন নিজেরাই মাদ্রাসা থেকে পালিয়ে ট্রেনে ঢাকায় চলে গিয়েছিল।”

কমলাপুর স্টেশনে এক রিকশাচালক শিশু তিনটিকে পেয়ে মান্ডা এলাকায় নিয়ে গিয়েছিল।