নাশকতার মামলায় নওগাঁর পৌর মেয়র কারাগারে

নওগাঁয় সরকারি কাজে বাঁধা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের অভিযোগে দায়ের করা নাশকতার মামলায় পৌর মেয়রসহ বিএনপির তিন নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2021, 12:15 PM
Updated : 16 Sept 2021, 12:15 PM

এরা হলেন- নওগাঁ পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু ও সাবেক পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফুল ইসলাম এ আদেশ দেন। 

বাদি পক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক জানান, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তিসহ জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় গত ৩১ মার্চ নওগাঁ সদর থানার এসআই আব্দুল মান্নান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা করেন।

দুটি মামলায় ৫৭ জনকে আসামি করা হয়।

আসামিরা এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করেন।