দোহারে পরিচ্ছন্নতা কর্মীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ঢাকার দোহার উপজেলায় এক পরিচ্ছন্নতা কর্মীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পু্লিশ।

কেরানীগঞ্জ-দোহার-নবাবাগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2021, 06:09 AM
Updated : 16 Sept 2021, 06:09 AM

বৃহস্পতিবার সকালে উপজেলার সুতারপাড়ায় হলের বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান দোহার থানার ওসি মোস্তফা কামাল।

নিহত নূরুল ইসলাম (৫০) সুতারপাড়া এলাকার চান মিয়া চৌকিদারের ছেলে। তিনি ২০ বছরের বেশি ওই  বাজারে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বাজারের মাছের আড়তের পাশের ময়লার স্তূপে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

“নিহতের দুই হাত দড়ি দিয়ে ও দুই পা মোটা গুনাতার দিয়ে বাঁধা ও মুখে রক্ত ছিল। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ওসি মোস্তফা বলেন, নূরুল ২০ বছরের বেশি সময় ধরে ওই বাজার পরিচ্ছনতা কর্মীর কাজ করতেন এবং বাজারেই বাস করতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। তবে তাদের খোঁজ এখনও পাওয়া যায়নি।

এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।