শেখ রেহানার জন্মদিনে কেক কাটলেন তথ্য প্রতিমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার জন্মদিন কেক কেটে উদযাপন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। 

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2021, 01:29 PM
Updated : 13 Sept 2021, 02:34 PM

সোমবার দিনটি পালন উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কক্ষে কেক কাটার পর দোয়া ও মোনাজাত করা হয়।  

১৯৫৭ সালের ১৩ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মেয়ের জ্ন্ম হয়।

শেখ রেহানাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মুরাদ হাসান বলেন, “আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং কনিষ্ঠ কন্যা শেখ রেহানা দশ বছরের ছোট-বড় হলেও তারা অভিন্ন সত্তা, বিনিসুতার মালায় গাঁথা তারা দু’টি বোন। আমাদের সকল আশার বাতিঘর তারা দুই বোন। এই জাতিরাষ্ট্রের জন্য তারা আশা-ভরসার জায়গা বা স্থল।”

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের একজন নাগরিক, মুজিব আদর্শের সৈনিক ও একজন রাজনীতিবিদ হিসেবে আমি তার জন্মদিনে কেক কেটে তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দোয়া করে মোনাজাত করছি।”

কেক কাটার পর সহকারী সচিব রাশেদুল হাসানের পরিচালনায় দোয়া ও মোনাজাত করে শেখ রেহানার নিরাপদ ও দীর্ঘজীবন কামনা করা হয়।

অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপ-পরিচালক বিদ্যুৎ বড়ুয়া, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, ব্যক্তিগত কর্মকর্তা জাহিদ নাঈম ও সামিউল আলম সামী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।