গোপালগঞ্জে ‘রেললাইনে ঘুম’ ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

গোপালগঞ্জে রাতে ‘মাছ ধরতে গিয়ে রেল লাইনে ঘুমিয়ে পড়ায়’ ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2021, 12:43 PM
Updated : 29 August 2021, 12:43 PM

রোববার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া মোচড়া এলাকার রেল লাইনের ওপর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের ওমর আলী মোল্লার ছেলে টমাস মোল্লা (২৯) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার চালিতাতলা গ্রামের গোলাম হোসেন মোল্লার ছেলে সবুর হোসেন মোল্লা (৪০)।

রাজবাড়ী রেল পুলিশের এসআই মো. মনিরুজ্জামান জানান, শনিবার রাতে ট্রেনে কাটা পড়ে তারা মৃত্যু বরণ করছে বলে ধারণা করা হচ্ছে।

“খোঁজ নিয়ে জানতে পেরেছি রেল লাইনের পাশের জলাশয়ে টমাস ও সবুর শনিবার রাতে মাছ ধরছিলেন। মাছ ধরতে ধরতে তারা এক পর্যায়ে রেল লাইনের ওপর ঘুমিয়ে পড়েন।

“বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজা শুরু করেন। স্থানীয়রা রেল লাইনের ওপর ওই দু’জনের কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।”

রেল পুলিশ গিয়ে রোববার দুপুরে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

রেল পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।