কিশোরগঞ্জের সাবেক সাংসদ মিজানুল হক মারা গেছেন

কোভিড আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মিজানুল হক মারা গেছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2021, 06:27 PM
Updated : 27 August 2021, 06:27 PM

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক।

অধ্যাপক ড. মিজানুল হক (৭৬) স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু  স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হাবিবুর রহমান জানান, করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৮ জুলাই থেকে তিনি এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় করোনামুক্ত হওয়ার পর তিনি বাড়ি ফিরে যান।

“সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২০ অগাস্ট আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি উচ্চমাত্রার ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।”

বুয়েটের সাবেক অধ্যাপক মিজানুল হক ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে করিমগঞ্জ-তাড়াইল আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন। ১৯৯৬ সালে গঠিত সরকারের সময় তিনি জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের বাড়িতে শনিবার বাদ যোহর মিজানুল হকের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন হবে।