ঝিনাইদহে স্বর্ণালংকারসহ একজন গ্রেপ্তার

ঝিনাইদহে ৬৪০ গ্রাম স্বর্ণালংকারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2021, 12:31 PM
Updated : 26 August 2021, 12:31 PM

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সাধুহাটি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। 

গ্রেপ্তার ফয়সাল আহমেদ কুমিল্লার চান্দিনা উপজেলার হাশিমপুর গ্রামের সহিদ উল্লাহর ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্বর্ণপাচার হচ্ছে গোপন সংবাদ পেয়ে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় চেকপোস্ট বসানো হয়।

“চুয়াডাঙ্গা থেকে ফরিদপুরগামী ‘সাথী এক্সপ্রেস’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহ হওয়ায় ফয়সালকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬৪০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।” 

ওসি আনোয়ার বলেন, “জিজ্ঞাসাবাদে ফয়সাল ঢাকার তাঁতীবাজারে তার মামার স্বর্ণের দোকান আছে বলে জানান। মামা তাকে চুয়াডাঙ্গায় এক ব্যক্তির কাছে পাঠান। ওই ব্যক্তি থেকে স্বর্ণালংকারের এই চালান ঢাকায় মামার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।”

এ ব্যাপারে ঝিনাইদ সদর থানায় মামলা করা হয়েছে বলে তিনি জানান।