হিলি দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু

প্রায় এক বছর পর আবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানির শুরু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2021, 11:26 AM
Updated : 24 August 2021, 11:26 AM

মঙ্গলবার দুপুর থেকে এ বন্দর দিয়ে চাল আমদানি করে সরকারি অনুমোদনপ্রাপ্ত বেসরকারি চাল আমদানির অনুমতি পেয়ে রৃত্তিক এন্টারপ্রাইজ নামে আমদানিকারক এক প্রতিষ্ঠান আজ মঙ্গলবার দুপুর থেকে এই বন্দর  দিয়ে চাল আমদানি শুরু করেছে।

হিলি বন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, ইতোমধ্যেই হিলি স্থলবন্দরের ১১ জন আমদানিকারক ৫৬ হাজার মেট্রিক টন নন-বাসমতি চাল আমদানির অনুমতি পেয়েছেন। চাল আমদানির জন্য ইমপোর্ট পারমিশন পেয়ে এলসি খুলছেন আমদানিকারকরা।

হারুন উর রশিদ হারুন জানান, সরকার চাল আমদানিতে শুল্ক সাড়ে ৬২ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে। শুল্ক হার কমিয়ে দেওয়ায় ভারত থেকে চাল আমদানির লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন হিলি স্থলবন্দরের বেশ কয়েকজন আমদানিকারক।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রৃত্তিক এন্টারপ্রাইজ দুপুরে ২৮ মেট্রিক টন নন-বাসমতি চাল আমদানির করে। আরও কয়েকজন আমদানিকারক চাল আমদানির অনুমতি পেয়েছেন। তারাও পর্যায়ক্রমে আরও চাল আমদানি করবেন।