হবিগঞ্জে হ্যান্ডকাপ-ওয়াকিটকিসহ তিন আটক

হবিগঞ্জে ওয়াকিটকি-হ্যান্ডকাপ ও পুলিশের পোশাকসহ গোয়েন্দা পরিচয় দেওয়া তিনজনকে আটক করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2021, 12:40 PM
Updated : 16 August 2021, 12:40 PM

সোমবার দুপুরে মাধবপুর উপজেলার মনতলা রেলক্রসিং থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন, শরীয়তপুর জেলার ফালং থানার পূর্ব পাশাবু গ্রামের আব্দুল সামাদ মাস্টারের ছেলে বরখাস্থ পুলিশ সদস্য মো. জহির মিয়া (৪৫), চাঁদপুর জেলার মদনা গ্রামের মিনাগাজীর ছেলে মিন্টু মিয়া (৪০) এবং মাদারীপুর জেলার কালকিনি থানার রামাজুল গ্রামের জয়নাল মৃধার ছেলে মো. মিজান (২৬)।

তাদের কাছ থেকে নগদ দুই লাখ দুই হাজার ৬০০ টাকা, একটি ওয়াকিটকি সেট, দুই সেট পুলিশের পোশাক, একটি প্রাইভেট কার এবং একটি হ্যান্ডকাপ জব্দ করা হয়েছে।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, বিজয়নগর উপজেলার রামপুর গ্রামের কাজী রফিকের ছেলে কাজী রাসেল আহমেদ সোমবার দুপুরে মাধবপুর পূবালী ব্যাংক থেকে টাকা তুলে ফিরছিলেন।

পথে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে তাকে বাস থেকে নামিয়ে প্রাইভেট কারে তুলে নিয়ে যায় তারা।

খবর পেয়ে পুলিশ মনতলা রেলক্রসিংয়ে ব্যারিকেড দিয়ে তাদের আটক করে।

তিনি বলেন, “এ চক্র দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের থেকে টাকা ছিনতাইয়ে যুক্ত। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।”

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল রাজ্জাক বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ চক্রের সঙ্গে স্থানীয় কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।