সিলেটে ছোটমণি নিবাসে শিশু ‘হত্যা’, আয়া গ্রেপ্তার

সিলেট শহরের বাগবাড়িতে সরকারি ছোমনি নিবাসে এক শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে আয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2021, 12:28 PM
Updated : 13 August 2021, 12:28 PM

কোতোয়ালি থানার ওসি এসএস আবু ফরহাদ জানান, বৃহস্পতিবার রাতে সুলতানা ফেরদৌসী সিদ্দিকা নামে এই নারীকে তারা গ্রেপ্তার করেন।

সিদ্দিকা ছোটমনি নিবাসে শিশুদের দেখভালের দায়িত্বে ছিলেন।

ফাইল ছবি

ওসি ফরহাদ প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, গত ২২ জুলাই রাতে ছোটমণি নিবাসে কান্নাকাটি শুরু করে নাবিল নামে একটি শিশু, যার বয়স দুই মাস ১১ দিন। কান্নায় বিরক্ত হয়ে তাকে বিছানা থেকে তুলে ছুড়ে ফেলে দেন সিদ্দিকা। বিছানার স্টিলের রেলিংয়ে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় শিশুটি। আঘাতে সে জ্ঞান হারায়। এরপর তার মুখের ওপর বালিশ চেপে হত্যা করেন সিদ্দিকা।

“তার দোষ ঢাকতে সহযোগিতা করেন নিবাসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। গত ২৪ জুলাই থানায় একটি অপমৃত্যু মামলা করে সিলেট সমাজসেবা কার্যালয় কর্তৃপক্ষ। তদন্ত করতে গেলে বেরিয়ে আসে আসল তথ্য। নিবাসের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়েছে।”

সিলেট সমাজসেবা কার্যালয়ের অধীনে ছোটমণি নিবাসে ৪২ জন শিশু রয়েছে। তাদের বয়স এক দিন থেকে সাত বছর পর্যন্ত। তাদের তত্ত্বাবধানে পাঁচজন আয়া রয়েছেন।