যমুনার ভাঙন রক্ষা স্পারে ধসের খবর

বগুড়ার বানিয়াজান এলাকায় যমুনা নদীর ভাঙন রোধে নির্মিত স্পারে আবারও ধস নেমেছে বলে খবর পাওয়া গেছে। 

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2021, 05:07 PM
Updated : 9 August 2021, 05:53 PM

সোমবার রাত ১০টায় ধুনট উপজেলার বানিয়াজানের স্পারটি ধসে গেছে। এর আগে গত ৫ অগাস্ট ওই স্পারে প্রথম ধসে যায় বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি।

ওই এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য জহুরুল ইসলাম বলেন, “প্রথমবার ধস নামার পরই কাজ শুরু করলে আজ ধস নামত না।”

২০০৩ সালে যমুনার ভাঙন রোধে সারিয়াকান্দী উপজেলা ও ধুনট উপজেলায় ৬টি স্পার প্রতিটি ১১ কোটি করে ৬৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল। ‘স্পারগুলোর মধ্যে শুধু সারিয়াকান্দীর হাসনা পাড়ায় দুটি অক্ষুণ্ণ রয়েছে’।

এ বিষয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানকে ফোন দিলে তিনি ফোন ধরেননি।

সরেজমিনে মধ্যরাতে সেখানে ধুনট উপজেলার নির্বাহী কর্মকর্তাকে মাইকে গ্রামবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাতে দেখা যায়। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সেখানে দেখা যায়নি।