‘চাকরি দেওয়ার নামে যুবকদের সাথে প্রতারণা’, আটক ৩

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন কোম্পানিতে চাকরি দেওয়ার নামে যুবকদের কাছ থেকে ‘কয়েক কোটি টাকা’ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2021, 05:41 PM
Updated : 5 August 2021, 05:41 PM

বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী শহরের সোনালি ব্যাংক সংলগ্ন এক কার্যালয় থেকে তাদের আটক করা হয় বলে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানিয়েছেন।

আটকরা হলেন, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল গ্রামের নুরুল ইসলামের ছেলে ফাবিয়া এন্টারপ্রাইজ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, নাটোর জেলার লালপুর থানার দিলালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম এবং উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ঝাউদিয়া গ্রামের দেলবার হোসেনের ছেলে নজরুল ইসলাম।

পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, তিন বছর ধরে আটক ব্যক্তিরা বেকার যুবকদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে আসছিল। সুনির্র্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের কার্যালয়ে অভিযান চালিয়ে অভিযোগের প্রমাণ পাওয়ার পর আটক করা হয়।

“আটকদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলা করা হবে।”