ময়মনসিংহে ২ নবজাতক কোভিডে আক্রান্ত

ময়মনসিংহে দুই নবজাতক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2021, 03:57 PM
Updated : 5 August 2021, 03:57 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

এই নবজাতক এখন এই হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

ডা. মহিউদ্দিন বলেন, করোনায় আক্রান্ত এক নবজাতকের বয়স ২৩ দিন। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মানিক মিয়া ও নিলুফারের সন্তান।

গত ৩১ অগাস্ট এই শিশু জ্বর ও সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।

ডা. মহিউদ্দিন আরও বলেন, ১৩ দিন বয়সী অপর নবজাতক জেলার তারাকান্দা উপজেলার লিটন মিয়া ও রানু আক্তার দম্পত্তির সন্তান।

“বৃহস্পতিবার সকালে তাকে ভর্তি করা হয়। পরীক্ষার পর দেখা যায় করোনার পাশাপাশি ওই নবজাতক নিউমোনিয়ায়ও আক্রান্ত।”

এই চিকিৎসক আরও জানান, জুলাই মাস থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট ১০ নবজাতকের চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে আট জন সুস্থ হয়েছে। বর্তমানে দুই জন চিকিৎসাধীন আছে।