পটুয়াখালীতে ঘুমন্ত ভাই-বোনকে ঝলসে দিল দুর্বৃত্ত

পটুয়াখালীতে শক্রতার জেরে ঘুমন্ত দুই শিশুকে দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2021, 02:14 PM
Updated : 3 August 2021, 02:14 PM

সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের গ্যারাখালী গ্রামে বসতঘরে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আখতার জানিয়েছেন।

আহত সুমাইয়া (১৬) এবং তার ভাই মোহাম্মদ আলী (১২) গ্যারাখালী গ্রামের রাজা মিয়ার সন্তান। হত্যা মামলার আসামি রাজা বাড়িতে থাকেন না এবং তার স্ত্রী দুবাই থাকেন।

সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, রাত দেড়টার দিকে সিধ কেটে রাজা মিয়ার বসতঘরে ঢুকে ঘুমন্ত দুই ভাই-বোনের উপর দাহ্য পদার্থ নিক্ষেপ করে দুর্বৃত্তরা। শিশুদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

“পূর্ব শক্রতার জেরেই এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।”

ঘটনাস্থল থেকে দাহ্য পদার্থের আলামত নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সিআইডি ও পিবিআই তদন্ত করছে বলেও জানান ওসি।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিরাজুল ইসলাম জানান, রাত ২টার দিকে এ দুই ভাই-বোনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে সুমাইয়ার শরীরের ৩৬ শতাংশ এবং মোহাম্মদ আলীর শরীরের ১৫ শতাংশ ঝলসে গেছে।

এখানে বার্ণ ইউনিট না থাকায় আহতদেরকে বরিশালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এসিড কি না জানতে চাইলে তিনি বলেন, “দেখে সে রকম মনে হয়। তবে কেমিকেলের নেচারটা আমি সঠিক করে বলতে পারব না।”

মেয়েটার অবস্থা খারাপ হলেও ছেলেটার অবস্থা অত খারাপ না বলেন তিনি।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।