পেটের ভেতরে ইয়াবা বহন, কেরানীগঞ্জে গ্রেপ্তার ৪

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় পেটের ভেতরে নিয়ে ইয়াবা বহনের অভিযোগে চার জন গ্রেপ্তার হয়েছেন, যাদের মাদক বিক্রেতা বলছে র‍্যাব।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2021, 10:07 AM
Updated : 2 August 2021, 10:54 AM

সোমবার দুপুরে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা (হিজলতলা বাজার) থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন মো. আনোয়ার হোসেন (১৯), মো. কায়সার উদ্দিন (১৮), মো. মাহমুদ হাসান ওরফে লাবু (২১) ও  মো. আমিন ওরফে গুড়া (২০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ‘মাদক বিক্রেতারা’ অভিনব কায়দায় পেটের ভেতরে ইয়াবা বহন করে নিয়ে যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের কাছ থেকে আনুমানিক ৫ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের এক হাজার ৯১০টি ইয়াবা ট্যাবলেট, নগদ এক হাজার ৭১০ টাকা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।