বরিশালে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

বরিশালের উজিরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2021, 10:11 AM
Updated : 29 July 2021, 10:11 AM

উজিরপুর থানার ওসি আলী আরশাদ জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় হামলায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন।

নিহত দেলোয়ার হোসেন তালুকদার (৭০) উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যনির্বাহী সদস্য ছিলেন।

আহতরা হলেন- দেলোয়ার তালুকদারের তিন ছেলে সোহাগ তালুকদার, বিপ্লব তালুকদার, জুয়েল তালুকদার ও পুত্রবধূ রোজিনা তালুকদার।

তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, “গ্রামের একখণ্ড জমি নিয়ে মুক্তিযোদ্ধা দেলোয়ারের সঙ্গে একই এলাকার নূরুল ইসলাম সিপাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

“ওই জমিতে ধানের বীজ রোপনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষের হামলায় দেলোয়ার তালুকদার নিহত হন।”

নিহতদের মেয়ে স্বর্না আক্তার বলেন, ৩৬ বছর ধরে একটি জমি ভোগদখল করেছেন তারা। সম্প্রতি ভুয়া কাগজপত্র তৈরি করে ওই জমি নিজেদের দাবি করছেন প্রতিবেশী নূরুল ইসলাম।

সপ্তাহখানেক আগে থানা পুলিশের অনুমতি নিয়ে জমিতে ধানের বীজ রোপন করেন তারা। এর জের ধরে বৃহস্পতিবার সকালে তার বাবাকে ঘর থেকে ডেকে বের করে মারধর শুরু করে নূরুল ইসলাম, জলিল সিপাই, শাহাদাত সিপাই সহ ৮/১০ জন। এ সময় তারা সবাই ঘুমিয়ে ছিলেন।

বাবার চিৎকারে তারা ছুটে গেলে তিনভাই, ভাবি ও বাবাকে ধারালো অস্ত্র ও টেঁটা দিয়ে কুপিয়ে জখম করে বলে জানান স্বর্না।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।