মোটর সাইকেলে ধাক্কার পর হিঁচড়ে নিল ট্রাক, চালকের লাশ উদ্ধার

চাঁদপুর সদর উপজেলায় একটি মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর পাঁচ কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে গেছে ট্রাক। পরে ট্রাকের নিচ থেকে মোটর সাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2021, 07:11 AM
Updated : 29 July 2021, 07:11 AM

বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলার চাঁনখার বাজার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে চাঁদপুর সদর মডেল থানার এসআই ইকবাল হোসেন জানান।

নিহত নাসির উদ্দিন মিজি (৫০) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের মিজির বাড়ির সোলেমান মিজির ছেলে।

তিনি কুমিল্লার শাসনগাছা এলাকায় থেকে ঠিকাদারি করতেন বলে পুলিশ জানায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই বলেন, গাছ বোঝাই ট্রাকটি যশোর থেকে চাঁদপুর হয়ে নাঙ্গলকোটে যাচ্ছিল। পধে ট্রাকটির সঙ্গে নাসির উদ্দিনের মোটর সাইকেলের ধাক্কা লাগে।

“এ সময় ট্রাকটি নাসিরকে মোটরসাইকেলসহ প্রায় ৫ কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এক পর্যায়ে ট্রাকের নিচে দিয়ে মোটর সাইকেলেটি বেরিয়ে গেলেও ট্রাকের নিচের কোনো এক স্থানে নাসির আটকে যান।

“পরে ঘোষেরহাট এলাকার কয়েকজন অটোরিকশা চালক ট্রাকের নিচ থেকে নাসিরের লাশ উদ্ধার করে।”

এসআই বলেন, দর্ঘটনার পর ট্রাকের চালক গোলাম মোস্তফা ডাবলুকে ওই অটোরিকশার চালকেরা আটকে রাখে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে ট্রাকসহ চালককে আটক করে থানায় নিয়ে যায়। 

নাসিরের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ জানান।