ব্রাহ্মণবাড়িয়ায় খুঁটিতে মাইক্রোবাসের ধাক্কা, শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি মাইক্রোবাস বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খাওয়ায় এর এক শিশুযাত্রী নিহত হয়েছে; তাছাড়া আহত হয়েছে আরও ১২ জন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2021, 05:34 AM
Updated : 29 July 2021, 05:36 AM

কসবা থানার ওসি মো. আলমগীর ভূঁইয়া জানান, উপজেলার খাড়েরা গ্রামে কুমিল্লা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার ভোরে তারা হতাহত হন।

নিহত ইভা (৮) নেত্রকোণার আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে।

ওসি আলমগীর বলেন, নেত্রকোণার বাড়ি থেকে চট্টগ্রামের একটি পোশাক কারখানার শ্রমিকরা মাইক্রোবাসে করে চট্টগ্রামে যাচ্ছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি মহাসড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসের সব যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশু ইভাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি বলেন, দুর্ঘটনায় মাইক্রোবাসের আরও ১২ যাত্রী আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তন্দ্রাচ্ছন্ন হয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। শিশুটির মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।