শরীয়তপুরে বাজারে অগ্নিকাণ্ড, ১৮ দোকান ভস্মীভূত

শরীয়তপুরে একটি বাজারে আগুনে ১৮টি দোকান পুড়ে গেছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2021, 10:15 AM
Updated : 27 July 2021, 10:15 AM

সোমবার গভীর রাতে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার বালারবাজারে এই অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।

স্থানীয় ব্যবসায়ী আবুল হোসেন জানান, সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ীরা। রাত ২টার দিকে বাজারে আগুন দেখতে পায় বাজার পাহারাদারা। তাদের ডাকচিৎকারে আশপাশের স্থানীয়া এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু এর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

শরীয়তপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. সেলিম মিয়া বলেন, খবর পেয়ে প্রথমে ডামুড্যা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট আসে।

“এই দুটি ইউনিট প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততখনে মালামালসহ ১৮টি দোকান পুড়ে যায়।”

ফায়ার সার্ভিস কর্মকর্তা সেলিম মিয়া আরও বলেন, “আমরা আসাতে দোকানদারদের প্রায় অর্ধকোটি টাকার মালামাল বাঁচাতে সক্ষম হয়েছি।”

বিদ্যুৎতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দবি করেছেন ব্যবসায়ীরা।

পুড়ে যাওয়া দোকানগুলোর কয়েকটি হলো দুদু মিয়া বেপারীর দোকান, জহিরুল ইসলামের ফলের দোকান, নোয়াব হাং মুদি দোকান, খাজা মোল্লা ভ্যারাইটিজ, নুরে আলম ফ্যাশন, আমানুল্লাহ ফার্মেসি, গোপাল স্বর্ণকার, আদু মোল্লা ইলেক্ট্রনিক।