সিলেট সিটির মধ্যে আসছে শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাহাজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সিলেট সিটি করপোরেশনের আওতাভুক্ত করে এই নগরীর সীমানা সম্প্রসারণে অনুমোদন দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2021, 06:23 PM
Updated : 26 July 2021, 06:23 PM

সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “সিলেট সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ করা হয়েছে। সিলেটে এখন শাহাজাহাল বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান আছে, এটা জাস্ট সিটি করপোরেশনের এরিয়ার বাইরে পরে ছিল।

“এলাকাবাসী, অ্যাডমিনিস্ট্রেশন ও পলিটিক্যাল সবারই দাবি ছিল এবং ইউনিভার্সিটি অথরিটি বলে আসছিল এটাকে যাতে সিটি করপোরেশনের আওতায় আনা হয় এবং সুবিধাগুলো পায় ও সিটি সার্ভিসের মধ্যে থাকবে।”

সিলেট সিটি করপোরেশনের ওয়েবসাইটের তথ্য মতে, সিলেট পৌরসভা গঠিত হয় ১৭৭৮ সালে এবং সিটি করপোরেশনে উন্নীত করা হয় ২০০২ সালে। এর বর্তমান আয়তন ২৬ দশমিক ৫০ বর্গ কিমি।

তবে সিটি করপোরেশনের আয়তন কত কিলোমিটার সম্প্রসারণ করা হয়েছে তা মন্ত্রিপরিষদ সচিব জানাননি।

এছাড়া নিকার বৈঠকে ঢাকা জেলার দোহার পৌরসভার কিছু এলাকা বাড়ানো হয়েছে এবং কিছু এলাকা ইউনিয়ন পরিষদে দিয়ে পৌরসভার আকার গোল ‘সেইপে’ করা হয়েছে বলে জানান আনোয়ারুল ইসলাম।

শিবচর পৌরসভাকে আরও বিস্তৃত করা হয়েছে বলেও জানান তিনি।