জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপকের কোভিডে মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ নজিবুর রহমানের কোভিডে মৃত্যু হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2021, 08:48 AM
Updated : 26 July 2021, 08:48 AM

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫২ বছর বয়সী এই শিক্ষকের মৃত্যু হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন জানান।

সকাল পৌনে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের উদ্দেশে পাঠানো হয়।

উপাচার্য ফারজানা ইসলাম এক শোকবার্তায় বলেন, “অধ্যাপক নজিবুর রহমানের অকালমৃত্যুতে দেশ ও বিশ্ববিদ্যালয়ের অনেক ক্ষতি হল। খাদ্য ও পুষ্টি গবেষণায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে আত্মার শান্তি কামনা করেন উপাচার্য।

আরেক শোকবার্তায় বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন তার পরিবার, ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিযেছে।