বগুড়ায় করোনাভাইরাসে একদিনে সাতজনের মৃত্যু

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে করোনায় আটজন আক্রান্ত ছিলেন। 

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2021, 07:10 AM
Updated : 21 July 2021, 07:10 AM

মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার কোভিড বিশেষায়িত সরকারি-বেসরকারি তিনটি হাসপাতালে চিকিৎসাধীন তারা মান বলে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.সাজ্জাদ-উল-হক জানান।

মৃত সাতজন হলেন- গাবতলীর আব্দুস সালাম (৪৩), শেরপুরের ফারহানা (৩৬), সদরের মতিয়ার (৬৫), কাহালুর খলিলুর রহমান (৭৩) ও মর্জিনা (৭৩), সদরের হেলাল (৪৮) ও শাজাহানপুরের মমিন (৪০)।

তাদের মধ্যে সালাম, ফারহানা ও মতিয়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে, খলিলুর মোহাম্মদ আলী হাসপাতালে এবং বাকিরা টিএমএসএস হাসপাতালে মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৫ নমুনা পরীক্ষা করে আরও ৯৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; যার শনাক্তের হার ২৫ দশমিক ৩৩ শতাংশ বলে চিকিৎক সাজ্জাদ জানান।

তিনি বলেন, জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৫৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯৬০ জন। মারা গেছেন ৫২৩ জন। এছাড়া জেলায় ২ হাজার ১১৪ জন চিকিৎসাধীন রয়েছেন।